ঢাকা, ২২ এপ্রিল ২০২৫ — খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে ঢাকায় শিক্ষার্থীদের জোরালো আন্দোলনের নতুন ধাপ শুরু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সোয়া ১২টায় শাহবাগ মোড়ে প্রায় দেড় ঘণ্টা অবরোধ শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে অবরোধ শেষ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুয়েটের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই কর্মসূচিতে অংশ নেন। রাত পৌনে ১১টা থেকে শুরু হওয়া অবরোধে শিক্ষার্থীরা শাহবাগ চত্বরে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন, যেমন: ‘দফা এক, দাবি এক — কুয়েট ভিসির পদত্যাগ’, ‘আমার ভাই অনশনে, ভিসি কেন সিংহাসনে’, ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’ ইত্যাদি। তারা বলেন, কুয়েট প্রশাসনের নির্লিপ্ত আচরণ এবং দমনমূলক নীতির বিরুদ্ধে দেশের সকল শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
আন্দোলনের অন্যতম সংগঠক মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ ঘোষণা দেন, আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জন করা হবে। তিনি জানান, প্রতিটি ক্যাম্পাসে প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালিত হবে। একই সঙ্গে বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে এবং প্রয়োজনে আরো কঠোর আন্দোলনের দিকে যাওয়ার প্রস্তুতি রয়েছে।
শিক্ষার্থীদের এই ঐক্যবদ্ধ আন্দোলন বর্তমানে জাতীয় পর্যায়ে গুরুত্ব পাচ্ছে, যা শিক্ষাখাতে ন্যায্যতার দাবি এবং প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্নে এক নতুন মাত্রা যোগ করেছে।