রাজবাড়ীতে ডিপ্লোমা ডিগ্রিকে স্নাতক (পাস কোর্স) সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নার্সিং শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মানিক মিয়া, আমিনুল ইসলাম, রোমান হোসেন এবং প্রথম বর্ষের শিক্ষার্থী কোকিলা দেবনাথ ও বিজয় বিশ্বাস বক্তব্য দেন।
শিক্ষার্থীরা বলেন, “আমরা সবাই এইচএসসি পাস করে এই ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছি। অথচ আমাদের সার্টিফিকেটের মান এখনও ডিগ্রির সমতুল্য নয়। এটি একটি বড় ধরনের বৈষম্য।” তারা আরও জানান, এই দাবি বহুদিন ধরে জানিয়ে আসলেও এখন পর্যন্ত সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই আন্দোলন হচ্ছে বলেও জানান শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, দেশের বিভিন্ন নার্সিং ও মেডিকেল টেকনোলজি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও একই দাবিতে একযোগে কর্মসূচি পালন করছে।