১৫ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল হ্যারি কেইনের। ইংল্যান্ডের এই গোলমেশিন স্ট্রাইকার অবশেষে পেলেন পেশাদার ক্যারিয়ারের প্রথম শিরোপার স্বাদ। ২০২৪ বুন্দেসলিগা মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কেইন, যা তাঁর দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক।
শনিবার রাতে ফ্রাইবুর্গ ও বায়ার লেভারকুসেনের মধ্যকার ২-২ গোলে ড্র ম্যাচটি বায়ার্নের জন্য হয়ে উঠল শিরোপা নির্ধারক। এই ড্রয়ের ফলে ৩২ ম্যাচে বায়ার্নের সংগ্রহ দাঁড়ায় ৭৬ পয়েন্ট, যেখানে সমান ম্যাচে লেভারকুসেনের পয়েন্ট ৬৮। ফলে দুই ম্যাচ হাতে রেখেই ৩৪তম বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করে ফেলেছে জার্মান জায়ান্টরা।
কেইনের জন্য এই শিরোপা পাওয়া এক ধরনের পরিত্রাণও বটে। টটেনহাম হটস্পার ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেললেও কোন বড় ট্রফি জিততে পারেননি তিনি। বরাবরই তাঁর নামের পাশে থাকত ‘শিরোপাহীন তারকা’ তকমা। ২০২৩ সালে বায়ার্নে যোগ দিলেও প্রথম মৌসুমেই কোনো শিরোপা জিততে পারেননি, যার ফলে সমালোচনার মুখেও পড়েছিলেন।
তবে চলতি মৌসুমে কেইন নিজের পারফরম্যান্স দিয়ে প্রমাণ করেছেন কেন তাঁকে সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার বলা হয়। লিগে ইতিমধ্যে করেছেন ৩৪ গোল, যেটি বুন্দেসলিগার গোল্ডেন বুটের দৌড়ে তাঁকে শীর্ষে রেখেছে।
গতকাল বায়ার্ন যদি লাইপজিগকে হারাতে পারত, তবে সেদিনই নিশ্চিত হয়ে যেত শিরোপা। শেষ মুহূর্তের গোলে ড্র করায় সেই সম্ভাবনা হাতছাড়া হয়। কিন্তু আজ লেভারকুসেনের পয়েন্ট খোয়ানোর সুযোগটাই কাজে লাগাল বায়ার্ন—আর হ্যারি কেইন পেলেন সেই বহু কাঙ্ক্ষিত সাফল্যের স্বাদ।
বায়ার্নের অভিজ্ঞ মিডফিল্ডার টমাস মুলার গতকাল ইনস্টাগ্রামে লিখেছিলেন, “পরের সপ্তাহে, হ্যারি!” — কিন্তু কেইনের অপেক্ষা আরও এক সপ্তাহ পর্যন্ত গড়াল না, কারণ ভাগ্য যেন অবশেষে তাঁর পক্ষে হাসল।