রাজবাড়ীর পাংশায় বিএনপি নেতাকর্মীদের নামে হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে জড়ানোর অভিযোগ এবং স্থানীয় বিএনপি নেতাদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ মে) সকাল ১১টায় পাংশা বাজারের কালীবাড়ি মোড়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে পাংশার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান-এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রিংকু-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু।
এছাড়া আরও বক্তব্য রাখেন—
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ
সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন খান
সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন
বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী খান প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, “আওয়ামী ফ্যাসিবাদের সহযোগীদের সঙ্গে মিলে স্থানীয় পুলিশ কর্মকর্তারা পক্ষপাতদুষ্টভাবে পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামসহ নেতাকর্মীদের মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যা মামলায় জড়িয়েছে।”
তারা আরও বলেন, “এ ধরনের ষড়যন্ত্র গণতন্ত্রকে রুদ্ধ করার চেষ্টার অংশ। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলাকারীদের শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে জবাব দেওয়া হবে।”
সমাবেশ শেষে স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন।
উল্লেখ্য, গত ৩ মে রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা উত্তরপাড়া গ্রামে রাশিদুল নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং পাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকিদুল ইসলামসহ আরও কয়েকজন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে পাংশা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। বিএনপি নেতারা এই মামলাকে সম্পূর্ণভাবে রাজনৈতিক হয়রানি হিসেবে অভিহিত করেছেন।