কথায় আছে, ১০ নম্বর জার্সি দলের সবচেয়ে সৃষ্টিশীল ও আস্থাশীল খেলোয়াড়ের গায়ে শোভা পায়। লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর সেই সম্মান এসেছিল আনসু ফাতির ভাগ্যে। ১৮ বছর বয়সী ফাতিকে ঘিরে বার্সার ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিলেন সভাপতি হুয়ান লাপোর্তা।
তবে ফাতির উত্থান যতটা দ্রুত ছিল, পতনও হয়েছে ততটাই তাড়াতাড়ি। ২০১৯ সালে মাত্র ১৬ বছর বয়সে বার্সার মূল দলে অভিষেক করে একের পর এক রেকর্ড গড়েছিলেন ফাতি। কম বয়সে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে গোলসহ একাধিক নজির গড়ে তিনি উঠে এসেছিলেন আলোচনার কেন্দ্রে।
কিন্তু ২০২০ সালে হাঁটুর চোট তাঁর দুর্দান্ত যাত্রায় প্রথম বাধা হয়ে দাঁড়ায়। ৯ মাসের বিরতির পর মাঠে ফিরলেও ২০২২ সালে হ্যামস্ট্রিং চোট তাঁকে আবারও ছিটকে দেয়। ক্রমাগত চোটের কারণে হারিয়ে যায় ফাতির গতি ও ক্ষিপ্রতা। ফলে বার্সার কোচের আস্থা কমে যেতে থাকে।
বর্তমানে বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল নতুন রেকর্ড গড়ে ফাতির জায়গা দখল করেছেন। এদিকে বার্সা ফাতিকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে, যদিও ২০২৭ সাল পর্যন্ত তাঁর ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে। একসময় যে ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী হিসেবে দেখা হতো, সেই ফাতি এখন বার্সেলোনার ভবিষ্যৎ পরিকল্পনায় ব্রাত্য।