রাজবাড়ী প্রতিনিধি ঃ জামায়াতের নিবন্ধন পুনর্বহাল ও সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাজবাড়ীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে শহরের আজাদী ময়দানে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশ শেষে বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ১নং রেলগেট শহীদ স্মৃতি স্তম্ভে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির এ্যাডঃ নুরুল ইসলাম। বক্তৃতা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারী মোঃ আলিমুজ্জামান প্রমুখ।
বক্তব্যে জামায়াতের আমির এ্যাডঃ নুরুল ইসলাম বলেন, শেখ হাসিনার পতনের পর দেশবাসী আশা করেছে যারা মিথ্যা মামলায় আটক হয়েছে তারা মুক্তি পাবে। তার পতনের পর অনেকেই মুক্তি পেয়েছিল। অন্তর্বতীকালীন সরকারের সময় ৬ মাস অতিবাহিত হচ্ছে কিন্তু আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামসহ অনেককেই মুক্তি দেওয়া হয়নি। কেউ মুক্তি পাবে কেউ পাবে না, এ তামাশা দেখে জাতি আজ বিস্মিত।