নিজস্ব প্রতিবেদক: দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে দেশের উন্নয়নে জনপ্রিনিধিদের কাজ করার সুযোগ করে দিতে হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের রাজনৈতিক আইকন জনাব তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নসহ রাজনৈতিক পরিস্থিতি উন্নয়নে এই সরকারের দ্রুত নির্বাচন দেওয়া উচিৎ, সংস্কারের নামে কাল ক্ষেপন করা এদেশের মানুষ মেনে নেবে না।
পাংশা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিশাল ইফতার ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুণ অর রশীদ এসব কথা বলেন। রবিবার পাংশা সরকারি কলেজ মাঠে ইফতার মাহফিলে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম রিংকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড মোঃ লিয়াকত আলী খান, জেলা বিএনপির নেতা মোঃ রেজাউল করিম পিন্টু, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলাম, বি এন পির সাংগঠনিক সম্পাদক মোঃ সামসুল আলম আকুল, সাবেক জি এস মোঃ আফসার উদ্দিন বিশ্বাস, বাহাদুরপুরইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী খান, পাংশা পৌর বিএনপির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার, পাংশা উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম মিষ্টি, মোঃ হাফিজুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদিন, কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. রাকিবুল ইসলাম রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আরিফুল ইসলাম রুমান প্রমুখ।
এ সময় রাজবাড়ী জেলা, পংশা উপজেলা পৌর ও পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। কজেল মাঠটি কানায় কানায় পরিপূনতা লাভ করে ইফতারের পূর্বেই ।