প্রকাশিত সংবাদের প্রতিবাদ
এই মর্মে প্রতিবাদ জানানো যাচ্ছে যে, গত ২৪/০৩/২০২৫ ইং তারিখে একটি জাতীয় দৈনিক ও রাজবাড়ীর একটি ফেসবুক পেজে গোয়ালন্দ উপজেলাধীন ভাগলপুর টু খোলাবাড়ীয়া সড়ক মেরামত কাজের যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। গোয়ালন্দ উপজেলাধীন ভাগলপুর টু খোলাবাড়ীয়া সড়ক মেরামত কাজের ফেসবুক পেজে যে ভিডিও প্রকাশ হয়েছে এই কাজের সাথে কোন মিল নেই এবং জাতীয় দৈনিক পত্রিকাটির অনলাইনে এল.জি.ই.ডি গোয়ালন্দ মেরামত কাজের যে অনিয়মের যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেটাও মিথ্যা ও ভিত্তিহীন। ভাগলপুর টু খোলাবাড়ীয়া সড়ক ৮৪৭ মিটার মেরামতের মধ্যে ৩২২ মিটার ১৫ মিলি, সিলকোট এবং ৫২৫ মিটার ২৫ মিলি. ডেন্স কার্পেটিং সিডিউল অনুযায়ী সফলভাবে সমাপ্ত করা হয়েছে। উক্ত কাজ রাজবাড়ী এল.জি.ই.ডি এর প্রতিনিধি ও গোয়ালন্দের উপজেলা এল.জি.ই.ডি এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে ও তদারকিতে কাজটি সম্পন্ন করা হয়। উর্দ্ধতন কর্তৃপক্ষের পরিদর্শনে কাজটির কোন ত্রুটি পায়নি। এ ধরনের মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন প্রকাশ না করার জন্য অনুরোধ করছি। এতে আমার প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এই প্রকাশিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মেসার্স গাজী ট্রেডার্স
বিনোদপুর, রাজবাড়ী।