রাজবাড়ী জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ইউসিবি-বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ ২০২৫ (ঢাকা জোন)-এর শুভ উদ্বোধন। সোমবার বিকেলে জেলা প্রশাসক সুলতানা আক্তার এ ফুটবল লীগের উদ্বোধন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন ঘোষণা করেন রাজবাড়ী জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আবু রাসেল, জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা ফুটবল অ্যাসোসিয়েশন অধ্যক্ষ এবিএম মনজুরুল আলম দুলাল।
উক্ত আয়োজনের মাধ্যমে জেলার ক্রীড়া অঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা। তরুণ ফুটবলারদের দক্ষতা ও প্রতিভা বিকাশে এই জাতীয় লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।