রাজবাড়ী শহিদ খুশি রেলওয়ে মাঠে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী লোকজ মেলার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ঘুড়ি উৎসব।
মঙ্গলবার উৎসবের শুভ উদ্বোধন করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক সুলতানা আক্তার। উদ্বোধনের পর তিনি বৈশাখী লোকনাট্য উৎসবের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও উপস্থিত দর্শকদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইমরুল হাসান।
এ আয়োজনের মাধ্যমে রাজবাড়ীবাসী ফিরে পেয়েছে লোকজ সংস্কৃতির ঐতিহ্য ও বৈশাখী আনন্দের রঙিন আবহ। দর্শনার্থীরা ঘুড়ি উৎসব ও লোকনাট্যের প্রাণবন্ত পরিবেশ উপভোগ করেন এবং উৎসবমুখর পরিবেশে।