বিশ্বকাপ বাছাইয়ে দুরন্ত ছন্দে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে নিগার সুলতানার দল। এই জয়ে বিশ্বকাপের মূল পর্বের খুব কাছাকাছি চলে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে আলো ছড়িয়েছেন তিন ব্যাটার—ফারজানা হক, শারমিন আক্তার এবং অধিনায়ক নিগার সুলতানা। শুরুতে কিছুটা ধীর গতির থাকলেও দ্বিতীয় উইকেটে শারমিন ও ফারজানা গড়েন ১০৩ রানের দারুণ জুটি। দুজনেই তুলে নেন হাফসেঞ্চুরি।
শেষদিকে নিগার খেলেন অনবদ্য এক ইনিংস। ৮৩ রানে অপরাজিত থেকে দলকে ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ ২৭৬ রানে পৌঁছে দেন তিনি। এর আগে থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রান ছিল বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
জবাবে ব্যাট করতে নেমে স্কটিশরা শুরুতেই চাপে পড়ে যায়। বাংলাদেশের পেস-স্পিন মিশ্র আক্রমণে মাত্র ৩১ রানে হারায় প্রথম তিন উইকেট। যদিও শেষদিকে প্রিয়ানাজ চ্যাটার্জী ও র্যাচেল স্ল্যাটার জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়েন—দুজনেই করেন সমান ৬১ রান, যা স্কটল্যান্ডের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ জুটি।
তবে বাংলাদেশের জয় আটকাতে তা যথেষ্ট ছিল না। নাহিদা আক্তার ৪টি উইকেট নিয়ে ছিলেন বোলিংয়ের নায়ক, পাশে পেয়েছেন জান্নাতুল ও রাবেয়া খানকে।
এই জয়ের ফলে তিন ম্যাচে তিন জয় নিয়ে বাংলাদেশ এখন বাছাইপর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে। পাকিস্তানের সমান ৬ পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে আছে বাংলাদেশ।
আগামী বৃহস্পতিবার গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট। এমনকি শেষ দুটি ম্যাচের একটিতে জিতলেও বিশ্বকাপ নিশ্চিত হবে নিগারদের।
স্কোর সংক্ষেপ:
বাংলাদেশ নারী দল: ২৭৬/৬ (নিগার ৮৩*, শারমিন ৫৭, ফারজানা ৫৭)
স্কটল্যান্ড নারী দল: ২৪২/৯ (স্ল্যাটার ৬১*, প্রিয়ানাজ ৬১; নাহিদা ৪/৪০)
ফল: বাংলাদেশ জয়ী ৩৪ রানে
ম্যাচসেরা: নিগার সুলতানা
বাংলাদেশের সামনে এখন বিশ্বমঞ্চে খেলার দারুণ সুযোগ—তবে এখন শুধু শেষ চূড়ান্ত ধাপ পার করাটাই বাকি!