ঢাকার ধামরাই উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের চারতলা থেকে মোহাম্মদ আলী ছিটু (৪০) নামে এক চা দোকানির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় ধামরাই উপজেলা পরিষদের নতুন ভবনের চতুর্থ তলার একটি টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ আলী ছিটু সানোড়া ইউনিয়নের বাটুলিয়া গ্রামের বাসিন্দা ও মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি বাড়ির পাশে একটি ছোট চায়ের দোকান চালাতেন এবং ব্যক্তিগত ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ জানায়, আশপাশে খেলতে থাকা কিছু শিশু নির্মাণাধীন ভবনের ভেতর প্রথমে লাশটি দেখতে পায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
প্রাথমিক সুরতহালে দেখা যায়, নিহতের মাথায় দুটি এবং পিঠে চারটি আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
নিহতের ছোট ভাই আব্দুল জব্বার জানান, তার ভাই প্রতিদিনের মতো সকালে ইজিবাইক নিয়ে বের হলেও সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যাচ্ছিলেন। পথে তিনি খবর পান, এক অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। পরে তিনি লাশটি শনাক্ত করেন।
নিহতের চাচাতো ভাই মো. সাইফুল ইসলাম বলেন, “আমার ভাই একজন সাধারণ খেটে খাওয়া মানুষ। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।