বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে রাজবাড়ী সরকারি কলেজ ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে পারভেজ হত্যার বিচার দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহীনুর রহমান শাহীন, যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, আতিয়ার শিকদার আতিকসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তুচ্ছ ঘটনার জেরে পারভেজকে যেভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। সিসিটিভি ফুটেজে হত্যাকারীদের চেহারা স্পষ্ট দেখা গেছে। তারা দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ছাত্রদল নেতারা আরও বলেন, রাজনৈতিকভাবে সন্ত্রাস সৃষ্টি করে বিরোধীদের দমন করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের হত্যাকাণ্ড ঘটলে ছাত্রদল কঠোর প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।