ভারতের সংসদে পাস হওয়া বিতর্কিত ওয়াকফ বিল বাতিল এবং মুসলিম নিধন বন্ধের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিস।
সোমবার (২১ এপ্রিল) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ভারতের সংসদে পাস হওয়া ওয়াকফ সংশোধনী বিল মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তির মালিকানা ও মৌলিক অধিকার হরণের একটি ষড়যন্ত্রমূলক পদক্ষেপ। বক্তারা অভিযোগ করেন, বর্তমান মোদি সরকার মুসলিমদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে, মসজিদ ও বাড়িঘর ভেঙে সহিংসতা সৃষ্টি করছে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে বিতর্কিত ওয়াকফ বিল বাতিল না হলে এবং মুসলিম নিধন বন্ধ না হলে বাংলাদেশের লাখো মুসলমান ভারতের দিকে লংমার্চের প্রস্তুতি নেবে।