রাজবাড়ীর পাংশা উপজেলায় বিয়ের আশ্বাসে এক বিধবা নারীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে তাকে গর্ভবতী করার অভিযোগ উঠেছে এক চা দোকানির বিরুদ্ধে। পরে গর্ভের সন্তান নষ্ট করার চেষ্টা ব্যর্থ হয়ে ওই নারী হাসপাতালে ভর্তি হলে ঘটনাটি জানাজানি হয়।
অভিযুক্ত চা দোকানি হলেন পাংশার বাহাদুরপুর ইউনিয়নের বিল গজারিয়া গ্রামের শাহেদ শেখের ছেলে মো. খায়রুল ইসলাম। সেনগ্রাম বাজারে তার একটি চায়ের দোকান রয়েছে।
১৩ এপ্রিল গভীর রাতে ওই নারী পেটে ব্যথা নিয়ে পাংশার এন.আর. ক্লিনিকে ভর্তি হন। পরীক্ষা করে দেখা যায়, তার গর্ভে ছয় মাস বয়সী মৃত সন্তান রয়েছে। এরপর সিজারিয়ানের মাধ্যমে সন্তানটি বের করা হয়। বর্তমানে তিনি ক্লিনিকে চিকিৎসাধীন।
ওই নারী জানান, স্বামী মারা যাওয়ার পর তিন মেয়েকে নিয়ে কঠিন সময় পার করছিলেন। খায়রুল বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার সম্পর্ক করে। পরে সন্তান নষ্ট করার কথা বলে। সন্তান পেটে মরে যাওয়ার পর এখন সে পালিয়েছে। তিনি খায়রুলের বিচার দাবি করেছেন।
এ বিষয়ে খায়রুলের দোকান ও বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানিয়েছেন, ঘটনার পর থেকে সে গা ঢাকা দিয়েছে।
এন.আর. ক্লিনিকের নার্স সাদিয়া রহমান জানিয়েছেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল। ৭ ব্যাগ রক্ত দেয়ার পর বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
পাংশা মডেল থানার ওসি মো. সালাউদ্দিন জানান, বিষয়টি জানার পর তাকে চিকিৎসার পরামর্শ দেয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।