রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পরিবেশ সংরক্ষণ আইন ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা লঙ্ঘনের দায়ে ‘ভিক্টর ভিলেজ’ নামক একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর বিধি ৭ লঙ্ঘনের অভিযোগে এ দণ্ড প্রদান করা হয়। মামলার নম্বর ৬২/২৮। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ। অভিযানে পরিবেশ অধিদপ্তরের রাজবাড়ীর সহকারি পরিচালক হারুন-অর-রশীদ উপস্থিত ছিলেন এবং তিনিই জরিমানার বিষয়টি কার্যকর করেন।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা হারুন-অর-রশীদ জানান, “ভিক্টর ভিলেজ নিয়ম বহির্ভূতভাবে পরিবেশদূষণকারী কার্যক্রম পরিচালনা করছিল, যা পরিবেশ সংরক্ষণ আইনে দণ্ডনীয়। আদালত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করেছেন।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ যদি পরিবেশ সংক্রান্ত আইন লঙ্ঘন করে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।