রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে আগামীকাল হতে যাওয়া বার এসোসিয়েশন নির্বাচন বাতিল ও আওয়ামী পন্থী আইনজীবীদের নির্বাচন থেকে বহিস্কার করতে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষময় বিরোধী শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সামনে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা অবস্থান নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট অশোক কুমার সাহার কাছে ফ্যাসিস্ট সরকারের দোসর আওয়ামীপন্থী প্রার্থীদের নির্বাচন থেকে বহিষ্কার ও নির্বাচন বাতিল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলেন।এ নির্বাচন বাতিল না করা হলে আগামীকাল বার এসোসিয়েশন বন্ধ ঘোষনা করা হবে বলে জানান তারা।এসময় উপস্থিত ছিলেন মীর মাহমুদ সুজন,হাসিবুল ইসলাম শিমুল,মীরাজুল মাজিদ তূর্য,সাইদুজ্জামামন সাকিব প্রমূখ।
রাজবাড়ী পাবলিক প্রসিকিউটর মো. আব্দর রাজ্জাক -২ বলেন, আগামীকাল বারের নির্বাচন। এ নির্বাচন বাতিল করা এখন আমার কোন এখতিয়ার নাই।নির্বাচন কমিশনার রয়েছেন তিনজন তারা এখন এর সঠিক সিদ্ধান্ত দিতে পারবে।আর বৈষম্য বিরোধী মামলায় যারা জামিন পাচ্ছেন তারা হাইকোর্ট থেকে জামিন নিয়ে হাজিরা দিচ্ছেন। এখন আপনারা নির্বাচন বিষয়ে কথা বলতে চাইলে নির্বাচন পরিচালনার জন্য নিযুক্ত কমিশনারদের কাছে জানান।
প্রধান নির্বাচন এ্যাডভোকেট অশোক কুমার সাহা বলেন, আমাদের সদস্য যারা তারা সবাই বারের আইনজীবী।এখানে সমন্বয় পরিষদ ও ঐক্যজোটের প্যানেল রয়েছে। বারের নির্বাচনে আওয়ামীপন্থী কোন প্রার্থাী বা প্যানেল নাই।আওয়ামী পন্থী বলতেও কেউ নাই বলে জানান তিনি।
© All rights reserved Rajbari Express © 2025 এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।