রাজবাড়ী সদর থানা পুলিশ এক অভিযানে অপহরণ মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৩ মে ২০২৫) রাত ১টা ৩০ মিনিটের দিকে থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিঃ) পাবেল মোল্যা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে খানখানাপুর দত্তপাড়া এলাকা থেকে আসামি শামীম ওরফে কট শামীম (২৮) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত শামীম রাজবাড়ী সদর থানার বাড়ইপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় দায়ের করা অপহরণসহ একাধিক মামলার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
বিশেষ করে, রাজবাড়ী সদর থানার মামলা নং-০৩, তারিখ: ০৩/০৫/২০২৫ -এ পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৩/৩৮৫/৩৮৬/৩৮৭/৩৬৪/৫০৬ ধারায় দায়ের করা মামলার ২নং এজাহারনামীয় আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
এছাড়াও তার বিরুদ্ধে অতীতে দায়েরকৃত আরও পাঁচটি মামলার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা। চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায়ও তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সিডিএমএস তথ্য পর্যালোচনা করে এসব মামলা শনাক্ত করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, জেলায় সংঘটিত অপরাধ দমন ও অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।