রাজবাড়ী শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী হরিতলা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের হরিপূজা সোমবার (১২ মে) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে শুরু হওয়া পূজা অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী অংশগ্রহণ করেন। ভক্তরা পুষ্পাঞ্জলি, প্রার্থনা ও পূজার মাধ্যমে তাদের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। মন্দির প্রাঙ্গণজুড়ে ছিল উৎসবের আমেজ, আলোকসজ্জায় সজ্জিত হয়েছিল পুরো এলাকা।
পূজার বিশেষ আকর্ষণ ছিল সন্ধ্যায় প্রসাদ বিতরণ। এ সময় রাজবাড়ী শহর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
হরিতলা মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার সোম বলেন, “শত বছরেরও বেশি সময় ধরে হরিপূজা এই মন্দিরে হয়ে আসছে। এই মন্দিরের নাম থেকেই এই এলাকার নাম হয়েছে ‘হরিতলা’। প্রতিবারের মতো এবারও অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হয়েছে। আমরা সবার সহমর্মিতা ও সহযোগিতায় এই আয়োজনকে সফল করতে পেরেছি।”
স্থানীয়দের মতে, হরিপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি হরিতলা এলাকাকে একত্রিত করে একটি সামাজিক মিলনমেলায় পরিণত করে।