রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার হার পাওয়ার প্রকল্পের স্থানীয় পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য।
এছাড়াও উপস্থিত ছিলেন –সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো: আজমীর হোসেন, প্রোগ্রামার মোহাম্মদ জুনায়েদ বিন ফেরদৌস ও হার পাওয়ার প্রকল্পের বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীগণ।
কর্মশালায় প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।