নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হারুন অর রশীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম বলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করে রাজবাড়ী জেলা বিএনপিকে সুসংগঠিত করে রেখেছেন। বিগত সরকারের হামলা-মামলা, ভয়ভীতি উপেক্ষা করে তৃণমূল নেতাকর্মীদের সাথে থেকে কাজ করেছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রের অংশ হিসেবে সম্প্রতি তার একটি বক্তব্যের খণ্ডিত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। কুচক্রী মহলটি সম্পূর্ণ সুপরিকল্পিত ও উদ্দেশ্যমূলকভাবে এ কাজ করেছে। রাজবাড়ী জেলা বিএনপির একজন পরীক্ষিত নেতা হিসেবে হারুন অর রশীদের ব্যক্তিগত ও রাজনৈতিক কর্মকাণ্ড এ অঞ্চলের মানুষের অজানা নয়। একজন পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা হিসেবে দীর্ঘদিন কর্মকাণ্ড পরিচালনা করার পরও আওয়ামী লীগের দোসররা তার বক্তব্যের ভুল ব্যাখ্যা ও খণ্ডিত ভিডিও চিত্র দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের যে অপচেষ্টা চালিয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, গত ২২ জানুয়ারি কালুখালী উপজেলার সোনাপুর মোড়ে বিএনপি কার্যালয়ে তৃণমূল নেতাকর্মীদের একতাবদ্ধ থাকার জন্য এবং কেউ যেন দলের সুনাম নষ্ট না করতে পারে সে ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন। তিনি আরও বলেছেন, আমাদের তৃণমূল নেতাকর্মীরা যারা বিগত দিনে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন ও পতিত সরকারের অন্যায় ও নির্যাতন সহ্য করেছেন, তারা এখনও ডাল-ভাত খেয়েই রয়েছেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি, সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, জেলা জাসাসের আহ্বায়ক আশরাফুল আলম প্রমুখ। এ সময় জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।