চেন্নাইয়ের চিপকে ‘কালো মাটির’ উইকেট কি চিরকাল ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন? অন্তত চেন্নাই সুপার কিংসের জন্য আজকের দিনটা সেটাই মনে করিয়ে দিল। পাওয়ার প্লেতে মাত্র ৩১ রান, ২০টি ডট বল, আর টানা ৬৪ বলে কোনো বাউন্ডারির দেখা নেই—এ যেন একেবারে পুরনো দিনের ধীরগতির ইনিংস!
চিপকের ঘরের মাঠেও একেবারে এলোমেলো চেন্নাইয়ের ব্যাটিং। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলে মাত্র ১০৩ রান। ব্যাটিং দেখে যেন মনে হচ্ছিল, রানটা ২০০ নয়, ১২০-ই পাহাড়!
তবে একই উইকেটে কলকাতা নাইট রাইডার্স দেখাল ঠিক কতটা আধুনিক, আগ্রাসী ও পরিণত হতে পারে আজকের টি-টোয়েন্টি ক্রিকেট। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে সহজেই পেরিয়ে গেল লক্ষ্যমাত্রা। হাতে ছিল ৫৯টি বল!
দুই দলের ব্যাটিংয়ের মধ্যে পার্থক্য যেন দুই যুগের। চেন্নাই যেখানে ধীরগতির ব্যাটিংয়ে ম্যাচটা নিজ হাতে তুলে দিল, সেখানে কলকাতা দেখাল কিভাবে একই পিচে স্মার্ট ক্রিকেট খেলে জয় ছিনিয়ে নেওয়া যায়।
চিপকে এদিন কেবল ম্যাচ হারল না, খোয়াল আধিপত্যের দাবিও। আর কলকাতা? ওরা জানিয়ে দিল, ওল্ড ফ্যাশন ক্রিকেট দিয়ে আধুনিক টি-টোয়েন্টি যুদ্ধে জেতা যায় না!