ঢাকা, ১৫ এপ্রিল ২০২৫ — র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবেদ ইকবালকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) এক প্রজ্ঞাপনে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ৩ ধারায় জারিকৃত পরোয়ানার ভিত্তিতে গত ১১ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (২) ধারা অনুযায়ী ১১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে জাবেদ ইকবালকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত অবস্থায় তিনি সরকারি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পেতে থাকবেন।
র্যাবের একজন কর্মকর্তা হিসেবে জাবেদ ইকবালের বিরুদ্ধে এমন পদক্ষেপ বেশ আলোড়ন সৃষ্টি করেছে প্রশাসনিক মহলে। তবে এই বিষয়ে র্যাব বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এএসপি জাবেদ ইকবালের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত এখনো প্রকাশ পায়নি, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের আওতায় তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানা গেছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের উচ্চপর্যায়ে সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।