ঢাকা: র্যাব-২–এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবেদ ইকবালকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় গ্রেপ্তারের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে গত রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এএসপি জাবেদ ইকবালকে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ৩ ধারার পরোয়ানামূলে গত ১১ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। ফলে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারার বিধান অনুযায়ী তাঁকে ১১ ফেব্রুয়ারি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বরখাস্ত থাকার সময় জাবেদ ইকবাল বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্ত হবেন।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপই গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে র্যাব বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আর কোনো মন্তব্য জানানো হয়নি।