আলফাডাঙ্গা (ফরিদপুর), ১৫ এপ্রিল:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আব্দুল হালিম মোল্লা (৬১) নামে এক নাইটগার্ডকে নৃশংসভাবে জিহ্বা কেটে আহত করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) রাত তিনটার দিকে উপজেলার পাড়াগ্রামে এ নির্মম ঘটনা ঘটে। নিহত হালিম মোল্লা পাড়াগ্রাম বাজারে নাইটগার্ড হিসেবে কাজ করতেন এবং তিনি মৃত আবু সাঈদ মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ এপ্রিল বিকেলে হেলেঞ্চা গ্রামের কয়েকজন ব্যক্তির কাছে পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন হালিম মোল্লা। এরপর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে অপহরণ করে পাশের মাহবুবের বাগানে নিয়ে গিয়ে জিহ্বা কেটে ফেলে রেখে পালিয়ে যায়।
পরদিন সকালে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুইদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা জানান, “এটি অত্যন্ত নির্মম ও হৃদয়বিদারক ঘটনা। পাওনা টাকা আদান-প্রদান নিয়ে এমন ভয়াবহ হামলা খুবই দুঃখজনক।”
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, “ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে অর্থ লেনদেনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।”
এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।