ফরিদপুর, ১৫ এপ্রিল — ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড থেকে একটি লোকাল বাস চালকের সহকারী (হেলপার)সহ রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। বাসটি রবিবার রাতে যাত্রী পরিবহন শেষে নির্ধারিত স্ট্যান্ডে পার্ক করা হয়েছিল। এরপর সোমবার সকাল থেকে সেটির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
ফরিদপুর জেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আনিচুর রহমান জানান, বাসটির চালক রবিবার রাতেই গাড়িটি পার্ক করে নিজ বাসায় ফিরে যান। বাসে হেলপার রাজু অবস্থান করছিলেন বলে জানা গেছে। সোমবার সকালে চালক বাসটি নিতে গেলে বাস ও রাজুকে খুঁজে না পেয়ে বিষয়টি মালিক সমিতি ও পুলিশকে জানান।
আনিচুর রহমান আরও বলেন, “এটা খুবই উদ্বেগজনক ঘটনা। এর আগেও একই স্ট্যান্ড থেকে দুইবার বাস হারানোর ঘটনা ঘটেছে। নিরাপত্তা নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে।”
এদিকে, ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, বাস ও হেলপার নিখোঁজের বিষয়ে তারা অবগত হয়েছেন এবং বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “আমরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি এবং সম্ভাব্য সব দিক থেকে তদন্ত চালিয়ে যাচ্ছি।”
বাস ও হেলপারকে উদ্ধারে পুলিশের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও বাস মালিক সমিতির পক্ষ থেকেও তৎপরতা শুরু হয়েছে। স্থানীয় বাসস্ট্যান্ডে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিও উঠেছে।
বাসটির সন্ধান ও ঘটনার পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড আছে কিনা তা জানতে তদন্ত চলছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।