ভারতের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ শিবালিক শর্মা ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন। রাজস্থানের যোধপুরে কুড়ী ভগতাসনী থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে সোমবার তাকে গ্রেফতার করে পুলিশ। আদালত তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বারোদা দলের হয়ে খেলা এই বাঁহাতি ব্যাটসম্যানের বিরুদ্ধে অভিযোগ, তিনি এক নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বারোদায় তাদের প্রথম পরিচয় হয়, এরপর থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। দুই পরিবারেরও সম্পর্কের বিষয়ে ধারণা ছিল।
২০২৪ সালের আগস্ট মাসে ওই নারী বারোদায় গেলে শিবালিকের পরিবার জানায়, তারা ছেলের অন্যত্র বিয়ের ব্যবস্থা করছেন। এতে প্রতারিত বোধ করে ওই নারী থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ শিবালিককে গ্রেফতার করে।
শিবালিক শর্মা প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮টি ম্যাচ খেলে ১০৮৭ রান করেছেন। এছাড়া তিনি ১৩টি লিস্ট ‘এ’ এবং ১৯টি টি-টোয়েন্টি ম্যাচেও অংশ নিয়েছেন। বারোদার হয়ে তার শেষ ম্যাচ ছিল জম্মু-কাশ্মীরের বিপক্ষে।
এই ঘটনায় ভারতীয় ক্রিকেটাঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। তদন্তের অগ্রগতির দিকে তাকিয়ে রয়েছে ক্রীড়ামহল ও ভক্তরা।