পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ বোমা বিস্ফোরণে দেশটির সেনাবাহিনীর সাত সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। বিস্ফোরণটি ঘটে এমন এক সময়ে, যখন অঞ্চলটি ইতোমধ্যেই বিচ্ছিন্নতাবাদী সহিংসতা ও নিরাপত্তা হুমকির মধ্য দিয়ে যাচ্ছে।
বেলুচিস্তানের একটি কৌশলগত মহাসড়কে সেনা বাহিনীর একটি যানকে লক্ষ্য করে এই বিস্ফোরণ চালানো হয় বলে জানানো হয়েছে। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার না করলেও সন্দেহের তীর ঐতিহ্যবাহী বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-এর দিকে।
এর আগে রবিবার, একই প্রদেশে ৩০ থেকে ৪০ জন সশস্ত্র জঙ্গি একটি পুলিশ এসকর্ট গাড়ি থামিয়ে পাঁচ পুলিশ সদস্যকে অপহরণ করে এবং একাধিক সরকারি ভবন ও একটি ব্যাংকে আগুন লাগিয়ে দেয়। ঘটনার সময় পুলিশের পাল্টা অভিযানে অন্তত দুইজন সন্ত্রাসী নিহত হয়।
সাম্প্রতিক মাসগুলোতে প্রদেশটিতে হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। মার্চে যাত্রীবাহী ট্রেন ছিনতাইয়ের ঘটনায় শতাধিক মানুষ জিম্মি হন, আর এপ্রিল মাসে কোয়েটার কাছে সেনাবাহিনীর গাড়ির পাশে বোমা বিস্ফোরণে চার সেনা প্রাণ হারান।
বিশ্লেষকরা বলছেন, এসব সহিংসতা শুধুমাত্র বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতাই নয়, বরং গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক অসন্তোষের ইঙ্গিত দেয়। প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও বেলুচিস্তানের জনগণ দীর্ঘদিন ধরে অবহেলিত বোধ করছে, যার প্রতিফলন ঘটছে দিন দিন বাড়তে থাকা সন্ত্রাসী কার্যকলাপে।
সরকার ও নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পুনঃস্থাপনে নতুন উদ্যোগের কথা বললেও, বাস্তবতার মাটিতে পরিস্থিতি প্রতিনিয়ত আরও জটিল হয়ে উঠছে।