রাজবাড়ী শহরের বড়পুল সজ্জনকান্দায় অবস্থিত বেসরকারী ডা. রতন ক্লিনিকে (সিজারিয়ান) প্রসূতি মৃত্যুর ঘটনায় ক্লিনকের অপারেশন বন্ধের নির্দেশ দিয়েছে সিভিলসার্জন কার্যালয়। গত মাসের ২৩ এপ্রিল শাহানা বেগম নামে প্রসূতি রোগী ডা. রতন ক্লিনিকে অপারেশন করার পর রোগীর মৃত্যু হলে স্বাস্থ্য বিভাগ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে।এ কমিটি ডা. রতন ক্লিনিকের বিষয়ে ক্ষতিয়ে দেখে প্রতিবেদন দেয়।এ প্রতিবেদনে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লিনিকটির সব অপারেশন কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য বিভাগ।মঙ্গলবার বিকালে রাজবাড়ী সিভিল সার্জন এসএম মাসুদ স্বাক্ষরিত এক অফিস নোটিশে এ তথ্য জানানো হয়।নেটিশে বলা হয় সিভিল সার্জনের কার্যালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন বর্তমান সার্বিক পরিস্থিতি পূর্বক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ডা. রতন ক্লিনিকের সব ধরনের অপারেশন কার্যক্রম বন্ধ করা হল।প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম বিষয়ে পরবর্তিতে বেসরকারী হাসপাতাল, ক্লিনিক,প্যাথলজী, ল্যাবরেটরী পরিদর্শন কমিটির সুস্পষ্ট মতামত ও পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহন করা হবে বলে উল্লেখ করা হয়।
গত ২৩ এপ্রিল শাহানা বেগম (৩০) নামে এক প্রসূতি রোগীকে (সিজার) অপারেশন করার পর তার মৃত্যু হয়।এর আগেও এ ক্লিনিটিতে সিজারিয়ান রোগী সহ বিভিন্ন অপারেশনে একাধিক রোগীর মৃত্যুর ঘটনা ঘটে।