নিজস্ব প্রতিবেদক:
চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) দুপুর ২টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করা, অন্যায়ভাবে চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং তদন্ত কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়াসহ তিন দফা দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে চাকরি হাড়ানো বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে ।
মানববন্ধনে বক্তব্য দেন বিডিআর কল্যাণ পরিষদ রাজবাড়ী জেলা শাখার সমন্বয়ক নুরুল ইসলাম, মো. সাফিকুল ইসলাম ও তাহমিনা মির্জা
বক্তারা বলেন, “পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চাই আমরা। তবে বিচারের নামে পুরো একটি বাহিনীকে ধ্বংস করা হয়েছে। ঢাকার বাইরে থাকা অনেক নির্দোষ বিডিআর সদস্যকেও অন্যায়ভাবে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা আমাদের চাকরিতে পুনর্বহাল এবং ন্যায়বিচার চাই।”
আর পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করা। অন্যায়ভাবে চাকরিচ্যুত সদস্যদের সরকারি সুযোগ-সুবিধাসহ পুনর্বহাল করা। তদন্ত কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত এই তিন দফা দাবির বাস্তবায়ন চেয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।