রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বিভিন্ন বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমে গেছে, যা ক্রেতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ফুলকপি ও পাতাকপি প্রতি কেজি মাত্র ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। শিমের কেজি পাওয়া যাচ্ছে ২০ টাকায়, আর মাঝারি আকারের লাউ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। পালং শাক, লাল শাক, গাজর এবং টমেটোও এখন সাধ্যের মধ্যে।
ক্রেতারা কম দামে সবজি পেয়ে খুশি হলেও চাষিরা বলছেন, এতে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। কৃষকরা জানিয়েছেন, যেখানে বাজারে এক কেজি কপি বিক্রি হচ্ছে ১৫ টাকায়, সেখানে মাঠ পর্যায়ে তারা এই কপি মাত্র ৫ টাকায় বিক্রি করছেন।
রাজবাড়ী কৃষি বিভাগ জানিয়েছে, চলতি বছর জেলায় ৫ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে। ভালো উৎপাদনের কারণে বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমে গেছে।
চাষিদের দাবি, ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের নজরদারি বাড়ানো প্রয়োজন। অন্যদিকে, ক্রেতারা মনে করছেন, কম দাম কিছুটা হলেও তাদের জীবনযাত্রার খরচ কমাতে সাহায্য করছে।