রাজবাড়ী প্রতিনিধি: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রয়াত সভাপতি কমরেড অমল সেনের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি ও পলিটব্যুরো সদস্য কমরেড জ্যোতি শংকর ঝন্টু। সভাটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড অরুণ কুমার সরকার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নূর আহমেদ বকুল। তিনি বলেন, “দেশে সন্ত্রাসবাদ ও মৌলবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। অনতিবিলম্বে নির্বাচন দিতে হবে এবং কমরেড রাশেদ খান মেননের নিঃশর্ত মুক্তি দাবি করছি।”
সভায় আরও বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক কমরেড আরবান আলী ও কমরেড এনায়েত আলী।
বক্তারা প্রয়াত কমরেড অমল সেনের ত্যাগ ও আদর্শকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার দেখানো পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।