রাজবাড়ী প্রতিনিধি ॥
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু, জেলা স্বেচ্চাসেবকদলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা কৃষকদলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ প্রমুখ। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।