নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী সদর থানার পুলিশ একটি বিশেষ অভিযানে চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করেছে।
শনিবার ভোর রাতে (২৫ জানুয়ারি রাজবাড়ী সদর থানার পুলিশ সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি সজীব সরদারকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। সজীব সদর উপজেলার সুলতানপুর গ্রামের মোঃ জিন্নাহ সরদারের ছেলে।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার জন্য পুলিশ স্কটের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
রাজবাড়ী থানা পুলিশ জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা সর্বদা তৎপর এবং এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।