পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট হয়ে কর্মস্থলে ফিরছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ।
গত কয়েকদিন দৌলতদিয়া -পাটুরিয়া নৌপথে পর্যাপ্ত ফেরি, লঞ্চ ও মহাসড়কে যানজট না থাকায় সহজেই ঘাট পার হয়ে কর্মস্থলে যেতে পেরেছে যাত্রিরা। তবে শনিবার দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপে পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। এতেকরে তীব্র গরমের মধ্যে আটকে পড়া যানবাহনের যাত্রীরা চরম দূর্ভোগে পরেন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মোঃ সালাহউদ্দিন বলেন, সকাল থেকে যাত্রি ও যানবাহনের চাপ বেড়েছে। তবে দুপুরের দিকে একসাথে বিপুল পরিমান যানবাহন পারাপার হতে আসায় সিরিয়ালের সৃষ্টি হয়েছে। নৌরুটে ছোট বড় মিলে ১৭ টি ফেরি যানবাহন ও যাত্রি পারাপার করায় আশাকরি দ্রুত সময়ের মধ্যে আটকে পড়া যানবাহন গুলো পারাপার করা সম্ভব হবে।
© All rights reserved Rajbari Express © 2025 এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।