ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রাজবাড়ী জেলায় ১৫ জন প্রার্থী কনস্টেবল পদে চাকরি পেয়েছেন।
বৃহষ্পতিবার (১৫ মে) সন্ধ্যায় জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজবাড়ী জেলায় কনস্টেবল পদের জন্য মোট ১৫টি শূন্য পদ ছিল। এই পদের বিপরীতে মোট ৯৫৪ জন প্রার্থী আবেদন করেন, যার মধ্যে নারী প্রার্থী ছিলেন ৮৪ জন।
শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই, দৌড়সহ মাঠ পরীক্ষার পর ২৩৯ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৩২ জন। পরবর্তীতে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষার ভিত্তিতে ১৫ জন (১৩ জন পুরুষ ও ২ জন নারী) প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়।
নির্বাচিত প্রার্থীদের পরবর্তী ধাপে প্রাথমিক ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ পরীক্ষায় উত্তীর্ণ হলে তাঁদের মৌলিক প্রশিক্ষণে পাঠানো হবে।
পুলিশ বিভাগ জানিয়েছে, সম্পূর্ণ স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে।