রাজবাড়ী সদর হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে রোগীদের খাবারে অনিয়ম এবং ডাক্তারদের উপস্থিতির ঘাটতির সত্যতা পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাশারের নেতৃত্বে দুদকের একটি টিম রাজবাড়ী সদর হাসপাতালে এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দেখা যায়, হাসপাতালের তালিকা অনুযায়ী প্রতিজন রোগীর জন্য নির্ধারিত খাবারের পরিমাণ ঠিকমতো সরবরাহ করা হচ্ছে না। দিনটির খাবার তালিকা অনুযায়ী মোট ২২ কেজি ২০০ গ্রাম খাসির মাংস সরবরাহের কথা থাকলেও রান্নাঘরে পাওয়া গেছে মাত্র ১৫ কেজি ২০০ গ্রাম। এতে করে ৭ কেজি মাংস সরবরাহ থেকে গায়েব হয়ে যায় বলে জানা গেছে।
এছাড়াও রোস্টার অনুযায়ী হাসপাতালে ৩২ জন চিকিৎসক থাকার কথা থাকলেও ৬ জন ডাক্তার অনুপস্থিত ছিলেন। নিয়ম অনুযায়ী সপ্তাহে একদিন খাসির মাংস সরবরাহ করার কথা থাকলেও শুধুমাত্র ঈদের দিন ছাড়া তা সরবরাহ করা হচ্ছে না বলেও জানা যায়।
দুদকের সহকারী পরিচালক সরদার আবুল বাশার বলেন, “আজকের অভিযানে সরবরাহকৃত খাবার পরিমাণ কম পাওয়া গেছে এবং কয়েকজন চিকিৎসক দায়িত্ব পালন করছেন না। আমরা এসব অনিয়মের বিষয়ে কমিশনকে অবহিত করবো এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবো।”
সাধারণ রোগীদের মধ্যে এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, স্বাস্থ্যসেবার মতো সংবেদনশীল খাতে এমন অনিয়ম গ্রহণযোগ্য নয়। জনস্বার্থে নিয়মিতভাবে এমন তদারকি জোরদার করার দাবি জানিয়েছেন তারা।