রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক অভিযান চালিয়ে ৫ লিটার দেশীয় চোলাই মদ, ৭২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার বাড়ৈজুড়ী এলাকার আব্দুল লতিফ প্রামানিকের ছেলে মো. তাওহিদ হোসেন প্রামানিক (২০), গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়ার সাইদ শেখ (৪৭) এবং দৌলতদিয়া বাহিরচর শাহাদাৎ মেম্বার পাড়ার শহীদ খন্দকার ওরফে আম্বী শহীদ (৪১)।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, গত বুধবার সন্ধ্যায় গোয়ালন্দঘাট থানার এসআই ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়া হ্যাচারিজের সামনে সন্দেহভাজন হিসেবে তাওহিদের দেহ তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে।
এরপর রাত সোয়া ১১টার দিকে যৌনপল্লীর ভিতরে সাইদ শেখের বাড়ির পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে ৫ লিটার দেশীয় মদসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া বৃহস্পতিবার (১৫ মে) ভোর সাড়ে ৬টার দিকে যৌনপল্লীর মেইনগেট পুলিশ বক্স সংলগ্ন চায়ের দোকানের সামনে ঢালাই রাস্তা থেকে শহীদ খন্দকারকে ৭২ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা তিনটি মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে তাদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
ওসি রাকিবুল ইসলাম জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।