রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। বৃহষ্পতিবার বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: হাবিবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক প্রদর্শনীর ভূয়সী প্রশংসা করা হয় এবং শ্রেষ্ঠ প্রকল্পের উপস্থাপক দলকে পুরস্কার প্রদান করা হয়।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “বিজ্ঞান চর্চার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর আধুনিক সমাজ গঠনে প্রস্তুত করতে হবে। এই ধরনের মেলা ও প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ও উদ্ভাবনী চিন্তা বিকাশে সহায়ক ভূমিকা রাখে।”
এ সময় অতিথিরা বিজ্ঞান শিক্ষার প্রসার এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।