গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে পশ্চিম কামালেরপাড়া গ্রামে হৃদয়বিদারক এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন চাচা-ভাতিজাসহ তাদের এক প্রতিবেশী।
নিহতরা হলেন—মোশারফ হোসেন (২২), মিলন মিয়া (২০) এবং ইয়াকুব আলী (৫৫)। তাদের সবাই কামালেরপাড়া ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মিলন মিয়া নিজ বাড়ির টিনের ছাদ পরিষ্কার করতে ছাদে ওঠেন। এ সময় বৈদ্যুতিক লাইনের লিকেজ থেকে ছাদটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। ছাদে ওঠার পরপরই মিলন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে পড়েন। তাকে বাঁচাতে ছাদে উঠেন তার চাচা মোশারফ হোসেন। তিনিও বিদ্যুতায়িত হন। পরে প্রতিবেশী ইয়াকুব আলী এগিয়ে গেলে তিনিও একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবারের লোকজন ঘটনা টের পেয়ে দ্রুত মেইন সুইচ বন্ধ করে তিনজনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাদশা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহত মোশারফ হোসেনের বাবা একরাম আলী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে বিদ্যুতের লাইনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থার দাবি জানিয়েছেন।