ঢাকা, ১২ এপ্রিল ২০২৫ — রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার অনুষ্ঠিত হলো ‘মার্চ ফর গাজা’ শীর্ষক বিশাল গণজমায়েত। প্যালেস্টাইনের মুক্তির দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ভিড় জমায় উদ্যানে। বেলা তিনটার পর মূল কর্মসূচি শুরু হলে গোটা এলাকা গর্জে ওঠে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে।
গণজমায়েতে শুধু সাধারণ জনগণ নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ইসলামি চিন্তাবিদ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মঞ্চে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হেফাজতে ইসলামসহ বেশ কয়েকটি দলের শীর্ষ নেতারা।
এই কর্মসূচির আয়োজক প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ তাদের ফেসবুক পেজে ‘মার্চ ফর গাজা’ ইভেন্ট তৈরি করে জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পেয়ে এই গণজমায়েত রূপ নেয় জনসমুদ্রে।
সকাল থেকেই রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, বিজয় সরণি, ফার্মগেট, বাংলামোটর ও শাহবাগ থেকে খণ্ড খণ্ড মিছিল উদ্যানে এসে জমায়েত হতে থাকে। তরুণরা পিকআপ ভ্যানে চড়ে হাতে প্ল্যাকার্ড ও পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে এগিয়ে আসে।
আশপাশের এলাকায় যান চলাচলে প্রভাব পড়ে। শাহবাগ ও টিএসসি এলাকায় দুপুরের পর গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। অনেকেই ট্রেনের ছাদে উঠে কর্মসূচিতে অংশ নিতে খিলগাঁও ও তেজগাঁও অঞ্চল থেকে আসেন বলে জানা গেছে।
আয়োজকেরা জানান, প্যালেস্টাইনের উপর চলমান নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মসূচি। তারা আরও বলেন, এই আন্দোলন শুধু প্যালেস্টাইনের জন্য নয়, এটি মানবতার পক্ষে দাঁড়ানোর আন্দোলন।
জনসাধারণ ও রাজনৈতিক নেতৃবৃন্দের একাত্মতা এবং বিপুল জনসমাগম প্রমাণ করে, প্যালেস্টাইনের প্রতি বাংলাদেশের মানুষের সহানুভূতি কতটা গভীর।
© All rights reserved Rajbari Express © 2025 এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।