আজ মঙ্গলবার সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে ফরিদপুর-মাগুরা মহাসড়কের মাছকান্দী এলাকায় একটি মাইক্রোবাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফরিদপুরগামী একটি মাইক্রোবাস এবং বিপরীত দিক থেকে আসা মাগুরাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। আহত হন আরও দুইজন।
দুর্ঘটনার পরপরই মাইক্রোবাস ও ট্রাকের চালকসহ হেলপার ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফরিদপুর জেলা হাসপাতালে পাঠান। নিহতের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং পালিয়ে যাওয়া চালক ও হেলপারদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হবে।