জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার বড় বাজার এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে ২০২৫) এ কার্যক্রম চালানো হয় জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনা ও বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে।
তদারকি অভিযানে সবজি, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানসহ বিভিন্ন খাদ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানে পরিদর্শন করা হয়। এ সময় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা অনুপস্থিতি এবং অননুমোদিত পণ্য প্রক্রিয়াকরণের মতো বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি উপস্থিত জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
১. আবু বক্কর স্টোর, ডাউল বাজার, বড় বাজার – প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে ৫,০০০ টাকা জরিমানা (৪৫ ও ৫১ ধারা)।
২. সুনীল ঘোষ দধি ভান্ডার, ডাউল বাজার, বড় বাজার – মোড়ক ও সংরক্ষণ সংক্রান্ত অনিয়মের দায়ে ২,০০০ টাকা জরিমানা (৩৭ ধারা)।
অভিযানটি পরিচালনায় সহায়তা করেন জেলা প্রশাসন, রাজবাড়ী চেম্বার অব কমার্স, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পুলিশ লাইন্সের সদস্যরা।
সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানিয়েছেন, জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।