বগুরায় উদীচীর উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিশেন করা হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচিতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা উদীচীর সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহার সভাপতিত্বে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ। এতে বক্তব্য দেন, জেলা জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহদত হোসেন, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, জেলা উদীচীর সহসভাপতি আজিজুল হাসান খোকা, সদস্য কমল কৃষ্ণ সরকার প্রমুখ।
পরে জেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্র নাথ দাসের নেতৃত্বে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়।
উল্লেখ্য, গত বুধবার বগুরা শহরের সাতমাথায় মুক্তমঞ্চে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠানে ‘ ফ্যাসিবাদবিরোধী মঞ্চ’-র উদ্যোগে হামলা করা হয়। এসময় উদীচী কার্যালয় ভাঙচুর উদীচীর ব্যানার ছিঁড়ে ফেলা হয়।