নেত্রকোনায় চলন্ত একটি আন্তনগর ট্রেন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে, যার ফলে দেড় হাজার যাত্রী পড়েছেন চরম দুর্ভোগে। শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে সদর উপজেলার চল্লিশা সেতু এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
নেত্রকোনা বড় স্টেশনের সহকারী স্টেশনমাস্টার গুলনাহার ডেইজি জানান, ট্রেনের ইঞ্জিন ও বগির সংযোগকারী হুকটি হঠাৎ ভেঙে যাওয়ায় এই ঘটনা ঘটে। এতে ট্রেনের ইঞ্জিন একটি মাত্র বগি নিয়ে প্রায় আধা কিলোমিটার এগিয়ে যায়। চালক বিষয়টি বুঝতে পেরে ইঞ্জিন থামান এবং পরে নেত্রকোনা বড় স্টেশনে ফিরে গিয়ে বিচ্ছিন্ন বগিগুলো টেনে আনার প্রক্রিয়া শুরু হয়।
কমলাপুর স্টেশন থেকে মোহনগঞ্জগামী এই আন্তনগর ট্রেনটি দুপুর ১টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে এবং সন্ধ্যা সাতটার মধ্যে মোহনগঞ্জে পৌঁছানোর কথা ছিল। কিন্তু চল্লিশা এলাকায় দুর্ঘটনার কারণে ট্রেনটি দীর্ঘ সময় ধরে রেললাইনে আটকে থাকে।
ট্রেনটিতে থাকা প্রায় ১৩টি বগিতে আনুমানিক দেড় হাজার যাত্রী ছিলেন। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে পুলিশ ও কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে কাজ চলছে এবং বিচ্ছিন্ন বগিগুলোকে ইঞ্জিনের সঙ্গে পুনরায় সংযুক্ত করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার কারণে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।
যাত্রীরা দ্রুত সমস্যার সমাধান এবং নিরাপদ যাত্রার নিশ্চয়তা দাবি করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।