1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
রবিবার, ১৮ মে ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

আজকের ম্যাচে ছক্কা ঝড়ে ইতিহাস গড়লেন পারভেজ হোসেন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩ মোট পাঠক
ছক্কা ঝড়ে ইতিহাস গড়লেন পারভেজ হোসেন
ছক্কা ঝড়ে ইতিহাস গড়লেন পারভেজ হোসেন

বাংলাদেশের ক্রিকেটে নতুন এক রেকর্ডের নাম এখন পারভেজ হোসেন ইমন। তরুণ এই ওপেনার আজ এক ইনিংসে ছক্কার ঝড় তুলে ভেঙে দিলেন দেশের সব পুরনো রেকর্ড। ছক্কার পর ছক্কা মেরে নিজের নাম বসালেন ইতিহাসের পাতায়।

আজকের ম্যাচে পারভেজ যা করলেন, তা নিছক চোখ ধাঁধানো নয়—পুরোপুরি এক বিধ্বংসী প্রদর্শনী। শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হন তিনি। অল্প সময়েই ছক্কার মার দিয়ে ম্যাচে জমিয়ে তোলেন উত্তেজনা। স্টেডিয়ামের একাধিক সেকশনই যেন হয়ে উঠেছিল ছক্কা দেখার জন্য নির্ধারিত গ্যালারি।

পারভেজ এক ইনিংসে হাঁকিয়েছেন মোট ৯টি ছক্কা, যা বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে এই রেকর্ড ছিল রিশাদ হোসেনের দখলে, যিনি গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে মেরেছিলেন ৭টি ছক্কা। ওপেনার হিসেবে ছয়টি ছক্কার গণ্ডিও কেউ পার হননি এত দিন, পারভেজ সেই সীমা পেরিয়ে গেছেন অবলীলায়।

কিন্তু ছক্কা-উল্লাসে ইনিংস শেষ হয়নি তাঁর। ব্যাট হাতে নির্ভার ছন্দে খেলতে খেলতে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও তুলে নিয়েছেন তিনি, সেটিও তাঁর মাত্র অষ্টম ম্যাচে! মতিউল্লাহ খানের বলে এক রান নিয়ে শতরানের মাইলফলক ছুঁয়ে ফেলতেই দেখা যায় উচ্ছ্বাসে লাফিয়ে উঠছেন পারভেজ। মাঠে তখন করতালির বন্যা—সতীর্থ, কোচিং স্টাফ, এমনকি গ্যালারির দর্শকেরাও তাঁকে অভিবাদন জানাতে উঠে দাঁড়ান।

বাংলাদেশের ব্যাটিং লাইনআপে দীর্ঘদিন পর এমন দাপুটে পারফরম্যান্স দেখে আশাবাদী সমর্থকরা। ক্রিকেট বিশ্লেষকদের মতে, যদি পারভেজ এই ফর্ম ধরে রাখতে পারেন, তবে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে পাওয়ার হিটিংয়ের যে অভাব দীর্ঘদিন ছিল, তা ঘুচে যেতে পারে।

পারভেজ নিজেও খুশি এই অর্জনে। ম্যাচ শেষে বলেন, “দেশের জন্য খেলা, রেকর্ড গড়া—সবচেয়ে বড় প্রাপ্তি। সমর্থকদের ভালোবাসা ও সতীর্থদের সাহসই আজ আমাকে এগিয়ে দিয়েছে।”

একটা ইনিংস, যা শুধু রানের হিসাব বদলায়নি—বদলে দিয়েছে প্রত্যাশা, আত্মবিশ্বাস আর ভবিষ্যতের স্বপ্ন।

শুভেচ্ছা পারভেজ, ছক্কায় ছক্কায় যাত্রা হোক আরও দুর্দান্ত!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025 এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।