1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
রবিবার, ১৮ মে ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

বউ নিয়েও ঘুম হবে না’—আ. লীগ নেতার হুমকি ঘিরে দেশজুড়ে প্রতিক্রিয়া”

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২ মোট পাঠক
বউ নিয়েও ঘুম হবে না’—আ. লীগ নেতার হুমকি ঘিরে দেশজুড়ে প্রতিক্রিয়া
বউ নিয়েও ঘুম হবে না’—আ. লীগ নেতার হুমকি ঘিরে দেশজুড়ে প্রতিক্রিয়া

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল (এসকে রুবেল) সম্প্রতি ফেসবুক লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কড়া হুমকি দেন, যা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছে।

গত শুক্রবার লন্ডন থেকে নিজের ফেসবুক আইডিতে সরাসরি সম্প্রচারে এসে এসকে রুবেল বলেন, “গত ৫ আগস্টের পর থেকে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে বিপথগামী করার অপচেষ্টা হয়েছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ প্রস্তুত, এই ষড়যন্ত্রের জবাব দিতে আমরা ফিরে আসছি। ইনশাল্লাহ, আবারও বিজয় আমাদের হবে।”

সবচেয়ে আলোচিত ও বিতর্কিত বক্তব্য ছিল তার হুমকি, যেখানে তিনি বলেন, “বিএনপি নেতারা যেন এখন থেকে সাবধান থাকে। সময় এসেছে বদলার। এমন পরিস্থিতি তৈরি করব, যাতে তারা বউ নিয়ে ঘুমাতে না পারে।”

তিনি আরও দাবি করেন, বিএনপিকে ‘ডামি’ হিসেবে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। “তারা না পেরেছে জনগণের আস্থা অর্জন করতে, না পেরেছে বর্তমান রাজনৈতিক প্ল্যাটফর্মে অংশীদার হতে,” বলেন রুবেল।

এই বক্তব্য সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিএনপি নেতারা একে “খোলাখুলি হুমকি ও সন্ত্রাসী মানসিকতার প্রকাশ” বলে আখ্যা দিয়েছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন উস্কানিমূলক বক্তব্য দেশের রাজনীতিকে আরও অস্থির করে তুলতে পারে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও হুমকি ও ভয়ভীতির আশ্রয় নেওয়া গণতান্ত্রিক আচরণের পরিপন্থী।

প্রসঙ্গত, এসকে রুবেল বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং সেখান থেকেই তিনি সম্প্রতি দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

এ নিয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও, রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিষয়টি দলীয় ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025 এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।