রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়ায় আখক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) সন্ধ্যা ছয়টার দিকে ভড়ুয়াপাড়া মহাসড়ক ব্রিজের পশ্চিম পাশে আখক্ষেতে মরদেহটি পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এক কৃষক জমিতে কাজ করতে গিয়ে প্রচণ্ড দুর্গন্ধ টের পান। পরে আখক্ষেতে খোঁজ নিয়ে একটি গলিত মরদেহ দেখতে পান তিনি। খবর পেয়ে বেলপুকুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি দেখে ধারণা করা হচ্ছে, মরদেহটি বেশ কয়েকদিন আগের হতে পারে।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মরদেহটি আংশিক গলিত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।