সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান।
টস ভাগ্য সহায় না হলেও ব্যাট হাতে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলেছে বাংলাদেশ। ইনিংস উদ্বোধনে নামেন দুই তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। প্রথম ওভারেই তামিম কিছুটা ঝলক দেখালেও দ্রুত ফিরে যান ৯ বলে ১০ রান করে। এরপর অধিনায়ক লিটন দাসও বেশিক্ষণ টিকতে পারেননি, ৮ বলে করেন মাত্র ১১ রান।
তবে অন্যপ্রান্তে একাই রুখে দাঁড়ান পারভেজ হোসেন ইমন। শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের নাজেহাল করে দেন তিনি। অষ্টম ওভারে সাঞ্চিত শর্মাকে টানা তিনটি ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইমন। মাত্র ৫৩ বলেই পূর্ণ করেন তার ক্যারিয়ার সেরা সেঞ্চুরি। ইনিংস শেষ হয় ১০৮ রানে, ৬৪ বলে খেলা এই ইনিংসে ছিল ৯টি চার ও ৭টি ছক্কার মার।
ইমনের ঝড়ো ইনিংসের পাশাপাশি শেষ দিকে আফিফ হোসেন (২৩ রান) ও শামীম হোসেন (১৮ রান) দ্রুত রান তোলায় বাংলাদেশের রান দুইশর কাছাকাছি পৌঁছে যায়।
সংযুক্ত আরব আমিরাতের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন মোহাম্মদ জাওয়াদউল্লাহ, ৪ ওভারে ২৯ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট।
এই ম্যাচে বাংলাদেশ দল যেখানে ব্যাট হাতে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে, সেখানে ইমনের অসাধারণ পারফরম্যান্স নিঃসন্দেহে ভবিষ্যতের জন্য আশার আলো দেখাচ্ছে। এখন দেখার পালা, এই বড় লক্ষ্য কতটা চ্যালেঞ্জিং হয় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের জন্য।