রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল ও মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে কালুখালি উপজেলার কালীনগর এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মাগুরা জেলার কারিগরপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে রমজান বিশ্বাস (৩২) এবং রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা পালপাড়া গ্রামের অসিস রায়ের ছেলে অনিক রায় (২৬)।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কালীনগর এলাকায় চোরাই মোটরসাইকেল মজুদ রয়েছে। অভিযানে বিপুল শেখ নামে এক ব্যক্তির বাড়ি থেকে দুটি চোরাই মোটরসাইকেল এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। অভিযানে দুটি চোরাই মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। চুরির সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।